নিজস্ব সংবাদদাতাঃ লোকসভা ভোট জয় পেয়ে সংসদের নতুন মুখ হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সাংসদ সায়নী ঘোষ। প্রথম দিন তার পরনে ছিল নীল রঙা হ্যান্ডলুম শাড়ি। চোখে ছিল সানগ্লাস। উঁচু করে বাধা খোপা।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2022/07/Sayani_Ghosh_profile_picture.jpg)
তবে তিনি সংসদে গিয়েছেন পাবলিক ট্রান্সপোর্ট মেট্রোতে চড়ে। তবে তাকে কেউ পাত্তা দেয়নি বলেই জানা গিয়েছে। তার সেই মেট্রো সফরের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভাইরাল হতেই ট্রোলড হয়েছেন সায়নী।
/anm-bengali/media/post_attachments/c97ac43542bfabba10ddbaf796392abbcd42a363bfe3371a3a15ae0fc684b284.jpg)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)