নিজস্ব সংবাদদাতা: বুধবার সকালে প্রয়াত হন সুপ্রিম কোর্টের বিচারপতি কিংবদন্তি আইনজীবী ফলি এস নরিম্যান (S Nariman)। দিল্লিতে নিজের বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। আইনজীবী হিসেবে নরিম্যান ১৯৯৯ থেকে ২০০৫ পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। ১৯৭২ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি অতিরিক্ত সলিসিটর জেনারেলের পদে ছিলেন। ইন্দিরা গান্ধী জরুরি অবস্থার ঘোষণা করার সময় তিনি সেই পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ আইনজীবী মহল।
/anm-bengali/media/post_attachments/7b397805a71e90663f4dbcd85fd774a38f7813b42e41b3019da9d181364d0f85.jpeg)
/anm-bengali/media/post_attachments/9ce2f79502fa40b1cef27b8acc0a6b6b67c8f3f75ddb915f002e9ea1de5c30ca.jpeg)
/anm-bengali/media/post_attachments/7384fd8fd7635220eac8d4cbde5020fda3561bf62f634907b1ff9e919cd79e3a.jpeg)
/anm-bengali/media/post_attachments/f75dbb90cf383aa576df487692c6adf11e30bfb5e0a55bac7cb6edb32e953b87.jpeg)