পাকিস্তানের বিদেশ মন্ত্রীর ভারত সফর নিয়ে মুখ খুললেন S Jaishankar

পাকিস্তানের  বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির ভারতে আগমন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর (S Jaishankar) মুখ খুলেছেন।

author-image
Pritam Santra
New Update
s jaishankar

নিজস্ব সংবাদদাতাঃ পাকিস্তানের  বিদেশ মন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির ভারতে আগমন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর (S Jaishankar) বলেন, 'তিনি এসসিও সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে এখানে এসেছিলেন। এটি বহুপাক্ষিক কূটনীতির অংশ। এটাকে এর চেয়ে বেশি কিছু হিসেবে দেখবেন না। আমি মনে করি, তিনি যা বলেছেন বা আমি যা শুনেছি, তার চেয়ে বেশি কিছু করার যোগ্য নয়।"

#WATCH | On Pakistan Foreign Minister Bilawal Bhutto Zardari's arrival in India, EAM Dr S Jaishankar says, "He came here as the Foreign Minister of an SCO Member State. That is part of multilateral diplomacy. Don't see it as anything more than that. I think that nothing from what… pic.twitter.com/9vEIVw3iKS