শিখদের জন্য সব সময় এগিয়ে মোদী! কীসের ইঙ্গিত দিলেন বিদেশমন্ত্রী

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার রাতে টুইট করে বলেন, ভারত ও পাকিস্তান আগামী পাঁচ বছরের জন্য শ্রী করতারপুর সাহিব করিডোরের চুক্তি পুনরুজ্জীবিত করেছে।

author-image
Tamalika Chakraborty
New Update
s jaishankarty2.jpg

 
নিজস্ব সংবাদদাতা: বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মঙ্গলবার রাতে টুইট করে বলেন, ভারত ও পাকিস্তান আগামী পাঁচ বছরের জন্য শ্রী করতারপুর সাহিব করিডোরের চুক্তি পুনরুজ্জীবিত করেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারত সরকার সবসময় আমাদের শিখ সম্প্রদায়কে তাদের পবিত্র স্থান পরিদর্শনের সুবিধা প্রদান করবে।

 

প্রসঙ্গত, ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে,  করতারপুর সাহেব করিডোরের চুক্তির মেয়াদ আরও পাঁচ বছরের জন্য বাড়ানোর জন্য ভারত ও পাকিস্তান সম্মত হয়েছে। এই চুক্তির বৈধতা সম্প্রসারণ ভারত থেকে তীর্থযাত্রীদের পাকিস্তানের পবিত্র গুরুদ্বার পরিদর্শনের জন্য করিডোরের নিরবচ্ছিন্ন অপারেশন নিশ্চিত করবে। 

করতারপুর সাহেব করিডোরের মাধ্যমে ভারত থেকে পাকিস্তানের গুরুদ্বার দরবার সাহেব করতারপুর, নারোওয়ালে তীর্থযাত্রীদের যাওয়ার সুবিধা ছিল। এই চুক্তি  ২৪ অক্টোবর ২০১৯-এ স্বাক্ষরিত হয়েছিল। পাঁচ বছরের জন্য বৈধ ছিল। ২০১৯ সালের নভেম্বরে উদ্বোধনের পর থেকে, শ্রী করতারপুর সাহিব করিডোরটি প্রায় ২,৫০,০০০ জন তীর্থযাত্রী গুরুদ্বার শ্রী দরবার সাহিব কর্তারপুর দেখার জন্য ব্যবহার করেছেন।