নিজস্ব সংবাদদাতা: মহাকুম্ভর মেলা শুরু হয়েছে। আজ প্রথম সর্বোত্তম শুভ স্নানের দিন। আর প্ৰথম দিনেই স্নানের জন্য উপস্থিত হয়েছেন সুদূর রাশিয়া থেকে এক রাশিয়ান ভক্ত। তিনি প্রথমবার স্নান করছেন।
ওই রাশিয়ান ভক্ত বলেছেন, "'মেরা ভারত মহান'। ভারত একটি মহান দেশ। আমরা এখানে প্রথমবারের মতো কুম্ভ মেলায় এসেছি। এখানে আমরা প্রকৃত ভারত দেখতে পাচ্ছি - প্রকৃত শক্তি ভারতের মানুষের মধ্যে নিহিত। এই পবিত্র স্থানের মানুষের স্পন্দনে আমি কাঁপছি। আমি ভারতকে ভালোবাসি।" রইল তার বক্তব্যের ভিডিও। সনাতনী শক্তির ধারণার তার এই বার্তা আপনার মন ছুঁয়ে যাবে।
#WATCH | Prayagraj | A Russian devotee at #MahaKumbh2025, says, "...'Mera Bharat Mahaan'... India is a great country. We are here at Kumbh Mela for the first time. Here we can see the real India - the true power lies in the people of India. I am shaking because of the vibe of the… pic.twitter.com/vyXj4m4BRs