নিজস্ব সংবাদদাতাঃ ভারতের ৭৭তম স্বাধীনতা দিবসের জন্য এবার শুভেচ্ছা জানালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। স্বাধীনতা দিবস উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘বিশ্ব দরবারে ভারতের সম্মান রয়েছে।‘ আজ মঙ্গলবার প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাঠানো এক বার্তায় পুতিন বলেন, 'আপনাদের দেশ অর্থনৈতিক, বৈজ্ঞানিক ও কারিগরি, সামাজিক ও অন্যান্য ক্ষেত্রে সর্বজনস্বীকৃত সাফল্য অর্জন করেছে। ভারত বিশ্ব পরিমন্ডলে সুসজ্জিত সম্মান উপভোগ করে এবং আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ গঠনমূলক ভূমিকা পালন করে।‘
পুতিন আরও জানান, 'আমরা নয়াদিল্লির সঙ্গে বিশেষ ও সুবিধাজনক কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দিই। আমি আত্মবিশ্বাসী যে, যৌথ প্রচেষ্টার মাধ্যমে আমরা সকল ক্ষেত্রে ফলপ্রসূ দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডার বিষয়ভিত্তিক সমস্যা সমাধানে গঠনমূলক অংশীদারিত্বকে আরও জোরদার করব। এটি নিঃসন্দেহে আমাদের বন্ধুপ্রতীম দেশগুলির মূল স্বার্থপূরণ করে এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় অবদান রাখে।‘
উল্লেখ্য, আজ স্বাধীনতা দিবস উপলক্ষে রেড ফোর্ট থেকে দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য পেশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। এদিন তিনি বলেন, '২০১৯ সালে পারফরম্যান্সের ভিত্তিতে আপনারা আমাকে আরও একবার আশীর্বাদ করেছেন। আগামী পাঁচ বছর অভূতপূর্ব উন্নয়নের জন্য। ২০৪৭ সালের স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে বড় সোনালী মুহূর্ত হল আগামী পাঁচ বছর। পরের বার, ১৫ ই আগস্ট, এই লালকেল্লা থেকে আমি আপনাদের সামনে দেশের অর্জন ও উন্নয়ন উপস্থাপন করব।‘
এদিন প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণ শুরু করার সাথে সাথেই মণিপুর ইস্যুটি উল্লেখ করেছিলেন। তিনি বিগত নয় বছরে সরকারের অর্জনের কথাও তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় পরিবারের সদস্যরা... গত কয়েক সপ্তাহ ধরে উত্তর-পূর্বাঞ্চলে, বিশেষ করে মণিপুরে এবং ভারতের অন্যান্য অংশে সহিংসতার ঢেউ উঠেছে, কিন্তু বিশেষ করে মণিপুরে, যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, মা ও কন্যাদের মর্যাদা ক্ষুণ্ন হয়েছে। কিন্তু কয়েকদিন ধরেই একটানা শান্তির খবর আসছে, তবে দেশ মণিপুরের মানুষের পাশে আছে। মণিপুরের মানুষ গত কয়েকদিন ধরে যে শান্তি বজায় রেখেছে, শান্তির সেই উৎসবকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং শান্তির মাধ্যমেই তা সমাধানের পথ খুঁজে বের করা হবে। সেইসঙ্গে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার একসাথে এই সমস্যাগুলি সমাধানের জন্য যথাসাধ্য চেষ্টা করছে এবং তা অব্যাহত রাখবে।‘
"We attach great importance to the relations of the special and privileged strategic partnership with New Delhi. I am confident that with joint efforts we will further enhance fruitful bilateral cooperation in all areas and constructive partnership in solving topical issues of…
— ANI (@ANI) August 15, 2023
#IndependenceDay | Russian President Vladimir Putin sends a congratulatory message to President Droupadi Murmu and Prime Minister Narendra Modi, "Your country has achieved universally acknowledged success in economic, scientific and technical, social and other fields. India… pic.twitter.com/q769UfzisC
— ANI (@ANI) August 15, 2023