নিজস্ব সংবাদদাতাঃ জি ২০ সম্মেলনে যোগ দিতে কি ভারতে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)? উঠছে প্রশ্ন। কারণ সম্প্রতি জানা গিয়েছিল যে তিনি আসবেন না। তবে এবার অন্য কথা বললেন ভারতে আসা এক রাশিয়ান রাষ্ট্রদূত। আজ সোমবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ভারতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস আলিপভ বলেন, 'রাষ্ট্রপতির সময়সূচী সম্পর্কে কোনও ঘোষণা বা বিবৃতি দেওয়া আমার এখতিয়ারের নয়। যদিও জি-২০ শীর্ষ সম্মেলনে তাঁর অংশগ্রহণের বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় থেকে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি।‘