নিজস্ব সংবাদদাতা: ওড়িশার রেল দুর্ঘটনায় ১২ ঘণ্টা পার হয়েছে। এখনও চলছে উদ্ধার অভিযান। মৃতের সংখ্যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এই পরিস্থিতিতে এবার শোক প্রকাশ করা হয়েছে রাশিয়ার তরফে। ট্যুইট করেছেন ভারতের রাশিয়ার রাষ্ট্রদূত ডেনিস আলিপভ। নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন তিনি। তিনি বলেছেন, "ওড়িশায় মর্মান্তিক ভাবে ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি"।