নিজস্ব সংবাদদাতা : আজ তামিলনাড়ু বিধানসভায় উপস্থাপিত হতে চলেছে ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেট। আর এই বাজেটে ভারতীয় মুদ্রার রুপি প্রতীকের (₹) পরিবর্তে, তামিল ভাষায় রুপি বোঝাতে সম্পূর্ণ ভিন্ন প্রতীক ব্যবহার করা হয়েছে। যদিও আগের বাজেটে ভারতীয় মুদ্রার (₹) রুপি চিহ্ন ছিল, তবে এবার তামিলনাড়ুর রাজ্য সরকার, তামিলনাড়ুর নিজস্ব ভাষাগত পরিচয় তুলে ধরতে এই পরিবর্তন এনেছে।
/anm-bengali/media/media_files/yIAUSn9H4Sp4JYYOMues.webp)
এরপরেই এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যখন বিরোধীরা একে কেন্দ্র-বিরোধী পদক্ষেপ বলে অভিহিত করছে, অন্যদিকে রাজ্য সরকার একে তামিল সংস্কৃতির প্রতি শ্রদ্ধা হিসেবে ব্যাখ্যা করছে।