বদলে দেওয়া হল রুপি প্রতীক ! এ কি কান্ড ঘটলো বাজেট অধিবেশনে

কেন এই পদক্ষেপ নেওয়া হল ?

author-image
Debjit Biswas
New Update
TAMILNADU RUPEE

নিজস্ব সংবাদদাতা : আজ তামিলনাড়ু বিধানসভায় উপস্থাপিত হতে চলেছে ২০২৫-২৬ অর্থবর্ষের রাজ্য বাজেট। আর এই বাজেটে ভারতীয় মুদ্রার  রুপি প্রতীকের (₹) পরিবর্তে, তামিল ভাষায় রুপি বোঝাতে সম্পূর্ণ ভিন্ন প্রতীক ব্যবহার করা হয়েছে। যদিও আগের বাজেটে ভারতীয় মুদ্রার (₹) রুপি চিহ্ন ছিল, তবে এবার তামিলনাড়ুর রাজ্য সরকার, তামিলনাড়ুর নিজস্ব ভাষাগত পরিচয় তুলে ধরতে এই পরিবর্তন এনেছে।

stalin

এরপরেই এই সিদ্ধান্তকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। একদিকে যখন বিরোধীরা একে কেন্দ্র-বিরোধী পদক্ষেপ বলে অভিহিত করছে, অন্যদিকে রাজ্য সরকার একে তামিল সংস্কৃতির প্রতি শ্রদ্ধা হিসেবে ব্যাখ্যা করছে।