নিজস্ব সংবাদদাতা: নতুন করে প্যান আধার জুড়তে এবার একটি বিকল্প ব্যবস্থা এনেছে সরকার। ৩০ জুন পর্যন্ত প্যান আধার লিঙ্ক (Pan Aadhaar Link) না করালে ১০০০ টাকা লেট ফি (Late Fee) দেওয়ার নিয়ম ছিলো আগে। এবার এলো ছোট্ট বদল। লেট ফি দেওয়ার আগে অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ার (AY) বা মূল্যায়ন বছর নির্বাচন করতে ভুলবেন না। এবার এই নতুন অপশন দিয়েছে আয়কর বিভাগ (Income Tax)। ১০০০ টাকার লেট ফি জমার জন্য এখন আপনাকে AY ২৪-২৫ ও Other Receipts (৫০০) হিসাবে টাকা জমার ধরন বেছে নিতে হবে।