‘RSS ইঁদুর’ প্রসঙ্গ, সোরেনকে একহাত নিলেন অগ্নিমিত্রা

'সোরেনের মন্তব্য আসল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
agnimitraaak

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটমুখী ঝাড়খণ্ডে রাজনীতির পারদ ক্রমেই চড়ছে। এই পরিস্থিতিতে গত বুধবার এক সভায় বিজেপি ও আরএসএসের বিরুদ্ধে সুর চড়ান হেমন্ত সোরেন। তিনি বলেন, ‘রাজ্যে আরএসএস ইঁদুরের মতো ঢুকছে, আর ধ্বংস করছে’। এই কথায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বিজেপি।

এদিন এই প্রসঙ্গেই বিজেপি নেত্রী অগ্নিমিত্র পল এক্স হ্যান্ডেলে এক ভিডিও বার্তায় বলেন, “সোরেনের মন্তব্য আসল বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আসুন পরিষ্কার করা যাক: বাংলার জনসংখ্যাগত পরিবর্তনগুলি কোনও গোপন বিষয় নয়, এবং কোনও পরিমাণে বিচ্যুতি এই সত্যটি আড়াল করতে পারে না যে বাংলাদেশী অনুপ্রবেশকারীরা বাংলা এবং অন্যান্য সীমান্তবর্তী রাজ্যের জেলাগুলিতে গভীর প্রভাব ফেলেছে”।

hemant soren 22222
File Picture

“আঙ্গুলের ইশারা করার পরিবর্তে, বাস্তবতাকে মাথার ওপর তুলে ধরছেন না কেন? মানুষ স্বচ্ছতা চায়, এবং তথ্য মিথ্যা বলে না। বাংলায় *জনসংখ্যাগত পরিবর্তন* হয়েছে, এবং এটি গভীরভাবে উদ্বেগজনক। বাংলাদেশি অনুপ্রবেশের বিষয়ে নীরবতা সোরেনের মতো নেতাদের অগ্রাধিকারের কথা বলে। তারা যে এই বিষয়কে সমর্থন করে, সেটাও বোঝা যায়”।

agnimitraaa
File Picture

"আর আরএসএস-কে যেকোনও নামেই ডাকা হোক না কেন, তাতে তার পরিচয় বদলে যায় না। তারা দেশপ্রেমিক যারা ভারতের একতা ও সংস্কৃতিকে রক্ষা করার জন্য কাজ করছে। যারা দেশের সীমান্তে হুমকি উপেক্ষা করে দেশকে রক্ষা করে চলেছে। জনগণের উদ্বেগকে বিভাজনকারী হিসাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করা দায়িত্বজ্ঞানহীন এবং কিছু নেতা সত্য থেকে কতটা বিচ্ছিন্ন তা দেখায় এই ভাবেই। সোরেনের উচিত ছোটখাট ‘ব্লেম গেম’ খেলা বন্ধ করে ঘটনাগুলোকে সম্বোধন করা”।

Adddd