নিজস্ব সংবাদদাতা: আরএসএস নিয়ে ৫৮ বছরের পুরনো নিষেধাজ্ঞা তুলে নিল নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার। ফলে সরকারি কর্মীরা আরএসএসের কার্যকলাপে অংশ নিতে পারবেন। অন্যদিকে, কংগ্রেস কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের তীব্র বিরোধীতা করেছে।
১৯৬৬ সালে সরকারি আদেশে বলা হয়েছিল, যেহেতু আরএসএস ও জমিয়ত-এ ইসলামির সদস্যপদ গ্রহণ এবং সরকারি কর্মীদের সেই দুই সংগঠনে অংশগ্রহণ নিয়ে কিছু সন্দেহ রয়েছে, তাই কেন্দ্রীয় সিভিল সার্ভিসেস কন্ডাক্ট রুলসে নিষেধাজ্ঞা রাখা হয়। ৫৮ বছর পর সেই নিষেধাজ্ঞায় প্রত্যাহার করে নিল এনডিএ সরকার। এতে দেশের বিপদই দেখছে কংগ্রেস।