RSS-এর ভূমিকা কি? ইন্দিরা গান্ধীকে স্মরণ করালেন গিরিরাজ সিং

'রাহুল গান্ধীকে অনেক বার জন্ম নিতে হবে আরএসএসকে বোঝার জন্যে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahulsad jk.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: আরএসএস সম্পর্কে রাহুল গান্ধীর করা মন্তব্যের বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বলেন, “যদি তার দিদার কাছে যাওয়ার এবং আরএসএসের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করার কোনও টেকনোলজি থাকে, তবে গিয়ে জিজ্ঞাসা করুন বা ইতিহাসের পাতায় দেখুন। রাহুল গান্ধীকে অনেক বার জন্ম নিতে হবে আরএসএসকে বোঝার জন্যে। যারা বিদেশে গিয়ে দেশের সমালোচনা করবে তাঁদের কথা শোনার কোনও মানে হয় না। রাহুল গান্ধীকে বুঝতে হবে, এই দেশে আরএসএসের জন্ম ভারতের মূল্যবোধ ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে”।

rss.jpg
File Picture

Adddd