নিজস্ব সংবাদদাতা: আরএসএস সম্পর্কে রাহুল গান্ধীর করা মন্তব্যের বিষয়ে, কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এদিন বলেন, “যদি তার দিদার কাছে যাওয়ার এবং আরএসএসের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করার কোনও টেকনোলজি থাকে, তবে গিয়ে জিজ্ঞাসা করুন বা ইতিহাসের পাতায় দেখুন। রাহুল গান্ধীকে অনেক বার জন্ম নিতে হবে আরএসএসকে বোঝার জন্যে। যারা বিদেশে গিয়ে দেশের সমালোচনা করবে তাঁদের কথা শোনার কোনও মানে হয় না। রাহুল গান্ধীকে বুঝতে হবে, এই দেশে আরএসএসের জন্ম ভারতের মূল্যবোধ ও সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখার জন্যে”।
#WATCH | Delhi: On Rahul Gandhi's remark on RSS, Union Minister Giriraj Singh says "...If there is any technology to go to his grandmother and ask her about the role of RSS, then go and ask or look in the pages of history. To know about RSS, Rahul Gandhi will have to take many… https://t.co/qrTXXEq5XIpic.twitter.com/khwH42dqBg