আমাদের অস্বিত্ব এক, যার অনেক রূপ রয়েছে.... কেন বললেন আরএসএস প্রধান

আরএসএস প্রধান মোহন ভগবৎ বলেন, "বৈচিত্র্য হল অস্তিত্বের অলংকরণ এবং বৈচিত্র্য যেন ঝগড়ার বিষয় না হয় সেই বিষয়ে নজর দিতে হবে।"

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
mohan edit .jpg

নিজস্ব সংবাদদাতা : আসামের ডিব্রুগড়ে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কালচারাল স্টাডিজ দ্বারা আয়োজিত 8 তম আন্তর্জাতিক সম্মেলন এবং প্রবীণদের সমাবেশে ভাষণ দিয়েছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। সেখানে তিনি বলেন, “বৈচিত্র্য হল অস্তিত্বের অলংকরণ এবং বৈচিত্র্য যেন ঝগড়ার বিষয় না হয় সেই বিষয়ে নজর দিতে হবে। আমাদের  অস্তিত্ব মূলত একটি। তবে এটির অনেকগুলি রূপ এবং নাম রয়েছে। আমাদের সকল বৈচিত্র্যকে  স্বাগত জানানো ও গ্রহণ করা উচিত। মনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আমাদের সকলের নিজস্ব পথে চলা উচিত।  পাশাপাশি অন্যদেরও সম্মান করা উচিত। অস্তিত্বের জন্য কোনো সংগ্রাম করা উচিত নয়। "