নিজস্ব সংবাদদাতা: আরএসএস প্রধান মোহন ভাগবত বলেছেন, "আমাদের সমাজে ঐক্য ও সংস্কৃতি দরকার। আমাদের সমাজের বিশেষত্ব বৈচিত্র্যে ভরা। আমাদের সমাজ এমন একটি সমাজ যে জানে যে এই বৈচিত্র্য একটি ভ্রম এবং দিনের পর দিন ধরে চলতে থাকে। বৈচিত্র্যই আমাদের ঐক্যের অভিব্যক্তি। 'ধর্মের' পথে চলুন। আমি ধর্মীয় উপাসনার কথা বলছি না। আমরা আমাদের ভাইদেরকে অস্পৃশ্য বলেছিলাম এবং তাদের দূরে রেখেছিলাম। এটির সমর্থন বেদ বা উপনিষদে নেই। কিন্তু সমাজে একতা প্রয়োজন কারণ আমাদের মনের মধ্যে অনাস্থা আছে। অতীতকে ত্যাগ করা এবং এর জন্য আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। মেনে নিন প্রত্যেকেরই নিজের ঘর থেকে শুরু করা উচিত।"