ট্রেনে ওঠা ও নামার ক্ষেত্রে বারবার যাত্রীদের সতর্ক করে আসছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু মনে হচ্ছে কিছু মানুষ রেলের সতর্কবার্তা কানে তুলতে ইচ্ছুক নন।
নিজস্ব সংবাদদাতাঃ ট্রেনে ওঠা ও নামার ক্ষেত্রে বারবার যাত্রীদের সতর্ক করে আসছে ভারতীয় রেল (Indian Railways)। কিন্তু মনে হচ্ছে কিছু মানুষ রেলের সতর্কবার্তা কানে তুলতে ইচ্ছুক নন। আর স্বাভাবিকভাবেই বিপদে পড়তে হয় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় তেমনই এক মহিলা যাত্রীর ভিডিও ভাইরাল হয়েছে, যা দেখে নেটিজেনরা একটা কথাই বলছেন, এভাবে ভুলেও ট্রেনে উঠতে যাবেন না। ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যাচ্ছে, জয়সলমীর স্টেশনে একটি চলন্ত ট্রেনে উঠতে গিয়ে প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝখানে পড়ে যাচ্ছিলেন এক বয়স্ক মহিলা যাত্রী। এই ঘটনা দেখে তৎক্ষণাৎ ছুটে আসেন আরপিএফের (RPF) লেডি কনস্টেবল সুমন। আর নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে ওই মহিলা যাত্রীকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনেন সুমন। দেখুন সেই ভিডিও...