RPF : আরপিএফের বড় সাফল্য, উদ্ধার পঞ্চাশের বেশি কিশোর

আরপিএফ (RPF) সেকেন্দ্রাবাদ (Secunderabad) অপারেশন এএএইচটি (AAHT)-এর আওতায়, বিবিএর (BBA) সহযোগিতায় ১৯ ও ২০ এপ্রিল ট্রেন নং ১৭০০৮ ধরনগঙ্গা এক্সপ্রেস এবং ট্রেন নং ১১০২০ কোনার্ক এক্সপ্রেস থেকে পাচারের শিকার ৫৪ জনকে উদ্ধার করেছে। 

author-image
Pritam Santra
New Update
rpf

নিজস্ব সংবাদদাতা: আরপিএফ (RPF) সেকেন্দ্রাবাদ (Secunderabad) অপারেশন এএএইচটি (AAHT)-এর আওতায়, বিবিএর (BBA) সহযোগিতায় ১৯ ও ২০ এপ্রিল ট্রেন নং ১৭০০৮ ধরনগঙ্গা এক্সপ্রেস (Dharbanga Express) এবং ট্রেন নং ১১০২০ কোনার্ক এক্সপ্রেস (Konark Express) থেকে পাচারের শিকার ৫৪ জনকে উদ্ধার করেছে। 

rpf

আরপিএফ সেকেন্দ্রাবাদ এবং বিবিএর যৌথ অভিযানের জন্য ২ টি ট্রেন চিহ্নিত করা হয়েছিল। আরপিএফ সফলভাবে ৫৪ জন কিশোরকে উদ্ধার করেছে এবং দুই দিনে ১৩ জন পাচারকারীকে আটক করেছে।

rpf

১৯ এপ্রিল, আরপিএফ কর্মীরা ট্রেন নং ১৭০০৮ ধরবাঙ্গা এক্সপ্রেসকে বাল্লারশাহ থেকে কাজিপেট পর্যন্ত লক্ষ্য করে অভিযান চালিয়েছিল।