প্রাণরক্ষা! রইলো ভিডিও

বার বার সচেতন করা হলেও যেন ফিরছে না হুঁশ। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে ওঠার প্রবণতা কমছে না কিছুতেই। প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে গিয়েই ঘটছে অঘটন।

author-image
Pallabi Sanyal
New Update
rpf.

নিজস্ব সংবাদদাতা : বার বার সচেতন করা হলেও যেন ফিরছে না হুঁশ। তাড়াহুড়ো করে চলন্ত ট্রেনে ওঠার প্রবণতা কমছে না কিছুতেই। প্রাণের ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে গিয়েই ঘটছে অঘটন। আরপিএফের ট্যুইটার হ্যান্ডেলে প্রতিনিয়ত এমন ভিডিও পোস্ট করা হচ্ছে, যেখানে আরপিএফের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে ফিরছেন যাত্রীরা। শনিবার আরো একটি ঘটনা এল প্রকাশ্যে। ঘটনাস্থল সুলতানপুর স্টেশন। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে ট্রেন ও স্টেশনের মাঝে পড়ে যান এক যাত্রী। বিপদ দেখেই তড়িঘড়ি ছুটে গিয়ে তাকে সুরক্ষিত অবস্থায় উদ্ধার করে প্রাণ বাঁচালেন আরপিএফ ও জিআরপির দুই কনস্টেবল নমন কুমার এবং অরুণ কুমার। দেখুন ভিডিও। হন সাবধান।