নিজস্ব সংবাদদাতা: দক্ষিণ ২৪ পরগনার কুলতলি ব্লকের গ্রামাঞ্চলে ঢুকে পড়েছে একটি বাঘ, যা ঘিরে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে ব্যাপক আতঙ্ক। বাঘটি ধরতে গিয়ে রীতিমতো চরম অভিজ্ঞতার মুখে পড়েছেন বনকর্মীরা। স্থানীয় মৈপীঠের বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের শ্রীকান্ত পল্লি ও কিশোরীমোহনপুর এলাকায় সোমবার সকালে প্রথমে বাঘের পায়ের ছাপ দেখতে পাওয়া যায়। এরপর বাঘের অবস্থান নিশ্চিত করতে শুরু হয় অনুসন্ধান, যেখানে বাঘের গর্জন শোনেন বনকর্মীরা।
বন দফতরের সূত্রে জানা গেছে, গ্রাম সুরক্ষিত রাখতে জাল দিয়ে ঘিরে ফেলার কাজ চলাকালীন এক বনকর্মীর সামনে আচমকা এসে পড়ে বাঘটি। বনকর্মীর দাবি, বাঘটি ঝোপের মধ্যে লুকিয়ে ছিল এবং তাঁকে দেখেই গর্জন করে ঝাঁপিয়ে পড়ে। কোনও রকমে নিজের প্রাণ বাঁচিয়ে সেখান থেকে পালিয়ে যান তিনি। বাঘের আক্রমণাত্মক আচরণ দেখে ধারণা করা হচ্ছে, এটি একটি পুরুষ রয়েল বেঙ্গল টাইগার।
স্থানীয় এক মৎস্যজীবী জানিয়েছেন, সকালে কাঁকড়া ধরতে যাওয়ার সময় গ্রাম লাগোয়া ওরিয়েন নালার বাঁধে বাঘের টাটকা পায়ের ছাপ দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে বিষয়টি গ্রামবাসীদের জানান। পরে খবর পেয়ে বন দফতর ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পায়ের ছাপের পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় এটি একটি বাঘের ছাপ।
বনকর্মীদের প্রাথমিক অনুমান, বাঘটি ক্ষুধার্ত থাকার কারণে লোকালয়ে ঢুকে পড়েছে। তবে গ্রামবাসীদের দাবি, নদীর পাড়ে ফেলে রাখা একটি মৃত গবাদি পশু হয়তো বাঘটিকে গ্রামে টেনে এনেছে।
বন দফতরের পক্ষ থেকে মাইকের মাধ্যমে গ্রামবাসীদের সতর্ক থাকতে বলা হয়েছে। এলাকায় এখনও বাঘটি রয়েছে কি না, তা নিশ্চিত করতে তৎপর রয়েছে বনকর্মীরা।