অন্তর্বর্তী জামিন পেল লালুপ্রসাদ যাদবের স্ত্রী ও দুই মেয়ে

জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় লালুপ্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী ও দুই মেয়েকে নিয়ে জানা গেল বড় খবর।

author-image
Aniruddha Chakraborty
New Update
ক,ম্ন

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী এবং তাঁর মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবকে শুক্রবার অর্থাৎ আজ অন্তর্বর্তী জামিন দিল রাউস অ্যাভিনিউ আদালত। আগামী ২৮ ফেব্রুয়ারি জামিনে বিষয়টি বিবেচনার জন্য তালিকাভুক্ত করা হয়েছে।

ডিরেক্টরেট অফ এনফোর্সমেন্ট (ইডি) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর আগে পিএমএলএ আদালত অমিত কাতিয়াল, রাবড়ি দেবী, মিশা ভারতী, হেমা যাদব এবং হৃদ্যানন্দ চৌধুরীর বিরুদ্ধে 'চাকরির জন্য জমি' কেলেঙ্কারিতে পরবর্তী বিচারের জন্য ৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখে হাজির থাকার জন্য নোটিশ জারি করেছিল।

ad11rain

রাবড়ি, মিসা, হেমা আদালতে হাজিরা দিলেও অমিত কাটিয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হাজির হন।

aad

aad