নিজস্ব সংবাদদাতা: আর কিছুক্ষণ, তারপরই ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ আছড়ে পড়তে চলেছে তামিলনাড়ু উপকূলে। তবে ঘূর্ণিঝড়ের প্রভাব যে আগেই কেটেছে তা জানিয়ে ছিল আইএমডি। ঘূর্ণিঝড় সতর্কতা আগেই তুলে নিয়েছে তারা। কেননা সেই ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ ইতিমধ্যেই শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। তবে শক্তি হারালেও দমকা হাওয়ার দাপট রয়েছে উপকূলীয় এলাকাগুলিতে। আর সমুদ্রের জলোচ্ছ্বাস দেখে তা বোঝার সত্যিই জো নেই।
কয়েকদিন ধরেই ফুঁসছে সমুদ্র। আর আজ সকাল থেকে তার প্রভাব যেন আরও বেড়েছে। একসাথেই চলছে দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টি। তামিলনাড়ুতে ঘূর্ণিঝড় ফেইঞ্জল প্রভাবের কারণে রুক্ষ সমুদ্র এবং দমকা হাওয়া দেখা গেছে মহাবালিপুরমে।
আইএমডি অনুসারে, ঘূর্ণিঝড় ‘ফেইঞ্জল’ ৩০ নভেম্বর সন্ধ্যায় ৭০-৮০ কিলোমিটার প্রতি ঘণ্টা বাতাসের গতিবেগ নিয়ে ৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঘূর্ণিঝড় হিসাবে পুদুচেরির কাছে করাইকাল এবং মহাবালিপুরমের মধ্যে উত্তর তামিলনাড়ু-পুদুচেরি উপকূল অতিক্রম করবে।