সাংবাদিক ফদি বোদিয়ার ওপর রকেট হামলা: সরাসরি সম্প্রচারে আতঙ্ক

লেবাননের সাংবাদিক ফদি বোদিয়া সরাসরি সম্প্রচারে থাকা অবস্থায় ইজরায়েলের রকেট হামলার শিকার হন। হামলায় আহত হলেও তিনি প্রাণে বেঁচে যান। এই ঘটনা লেবাননে চলমান সংঘর্ষের ভীতিকর চিত্র তুলে ধরে, যেখানে হামলায় বহু নিরীহ মানুষের মৃত্যু হচ্ছে।

author-image
Debapriya Sarkar
New Update
War

নিজস্ব প্রতিবেদন : নিজের ঘরে বসে যুদ্ধের বিবরণ দিচ্ছিলেন লেবাননের সাংবাদিক। হঠাৎ করে তীব্র শব্দে আছড়ে পড়ে রকেট, যা সরাসরি সম্প্রচারে মুহূর্তটিকে নাটকীয় করে তোলে। টেলিভিশনে খবর দেখছিলেন দর্শকরা, তখন সাংবাদিকের চিৎকার এবং ভাঙা দেওয়ালের দৃশ্য স্ক্রিনে ফুটে ওঠে। এই ঘটনায় ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

War

মঙ্গলবার লেবাননের সাংবাদিক ফদি বোদিয়া একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় যুদ্ধ পরিস্থিতি ব্যাখ্যা করছিলেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাঁর বক্তব্য সরাসরি সম্প্রচার হচ্ছিল, সেই সময়ই হঠাৎ রকেট আছড়ে পড়ে। সাক্ষাৎকারের সময় ফদি বোদিয়া কিছু বলার পরই তীব্র শব্দে রকেট আছড়ে পড়ে। পিছনের দেওয়াল ভেঙে পড়ে, ফলে চেয়ার থেকে উল্টে পড়েন ফদি এবং তাঁর চিৎকার শোনা যায়। কিছুক্ষণের জন্য স্ক্রিনে শুধুমাত্র ভাঙা দেওয়াল দেখা যায়, তারপর ভিডিও কনফারেন্স বন্ধ হয়ে যায়।

ভিডিওতে দেখা যায়, কানে ইয়ারফোন গুঁজে ফদি বলেন, "যাঁরা ফোন, মেসেজ করে খোঁজ নিয়েছেন, তাঁদের প্রত্যেককে ধন্যবাদ। ঈশ্বরের কৃপায় আমি ঠিক আছি।" তার পরপরই বিপত্তি ঘটে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। 

lebanon .jpg

ফদি, যিনি হেজবোল্লার প্রতি নরম অবস্থানের জন্য পরিচিত, তাঁর বাড়িতে রকেট আছড়ে পড়া কাকতালীয়, না কি পরিকল্পিত হামলা—এ নিয়ে প্রশ্ন উঠেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ফদি আহত হলেও প্রাণে বেঁচে গিয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় তাঁর নিরাপত্তার কথা জানান, তবে এই ঘটনায় সবার মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

,ম্নব /

এদিকে, লেবাননে ইজরায়েলি হামলায় প্রায় ৬০০ মানুষ মারা গেছে, যার মধ্যে ৫০টির বেশি শিশু রয়েছে। ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু লেবনবাসীকে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে পরামর্শ দেন। আন্তর্জাতিক মহল এই হামলার বিরুদ্ধে সমালোচনা করেছে, বিশেষ করে প্যালেস্তাইনের পর লেবাননে ইজরায়েলি আগ্রাসনের কারণে।