নিজস্ব সংবাদদাতা: এবছর লোকসভা নির্বাচনে তাঁর প্রত্যক্ষ যোগের সম্ভাবনা থাকলেও, পরবর্তীতে দেখা যায় ফের নিজেকে দূরে সরিয়ে রাখলেন প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট বঢরা। সক্রিয় রাজনীতিতে তার ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, এদিন সেই প্রসঙ্গে রবার্ট বঢরা বলেন, “আমি দেশের মানুষের সেবা করি। আমি আমার কঠোর পরিশ্রমের মাধ্যমে দীর্ঘদিন রাজনীতিতে প্রবেশ করেছি, তবে এর মানে এই নয় যে আমি শুধুমাত্র রাজনীতিতে প্রবেশ করেই থেকে যাব। কারণ আমি গান্ধী পরিবারের একজন সদস্য। তাই আমি ভীষণ আনন্দের সাথেই সুলতানপুর এবং জগদীশপুরে কিশোরী লাল শর্মার সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছি। আমি ভীষণ আনন্দিত কারণ তিনি আমেঠির প্রার্থী হয়েছেন”।
/anm-bengali/media/media_files/5hdeMMK7avGefHRQDVp3.jpg)
/anm-bengali/media/media_files/QwCw5yAstloqVk36RnK9.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)