বিরোধীরা নিজেদের পরাজয় বুঝতে পারছেন! আরএলজেপি নেতার মন্তব্যে বিতর্ক

সমস্তিপুরের সাংসদ এবং আরএলজেপি নেতা প্রিন্স রাজ বলেছেন, "কে জেলে যাবে, কারা জেলে যাবে না, "এইগুলি পরে বিষয়। কিন্তু বিরোধীরা যেভাবে চিন্তিত, তাতে বিরোধীরা ইতিমধ্যে হেরে গিয়েছে।"

author-image
Tamalika Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
prince raaj .jpg

নিজস্ব সংবাদদাতা: মিসা ভারতীর বিবৃতি প্রসঙ্গে সমস্তিপুরের সাংসদ এবং আরএলজেপি নেতা প্রিন্স রাজ বলেছেন, "কে জেলে যাবে, কারা জেলে যাবে না, এইগুলি পরে বিষয়। কিন্তু বিরোধীরা যেভাবে চিন্তিত, তাতে বিরোধীরা ইতিমধ্যে হেরে গিয়েছে। আমরা বিরোধীদের পরাজয় দেখতে পেয়েছি। সেই কারণেই এমন বক্তব্য দেওয়া হচ্ছে। বিহারে ৪০টি আসনের মধ্যে ৪০টি জিততে চলেছে এনডিএ।"

 misha bharati edit.jpg

 

 tamacha4.jpeg