রাজ্যের বর্ধিত সংরক্ষণ নিয়ে সংসদে বিক্ষোভ দলের! কি বললেন এই সাংসদ

বিহারে বর্ধিত সংরক্ষণকে ভারতীয় সংবিধানের নবম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে সংসদে বিক্ষোভ দেখান আরজেডি সাংসদরা।

author-image
Probha Rani Das
New Update
misa nj.jpg

নিজস্ব সংবাদদাতাঃ বিহারে বর্ধিত সংরক্ষণকে ভারতীয় সংবিধানের নবম তফসিলের অন্তর্ভুক্ত করার দাবিতে সংসদে বিক্ষোভ দেখান আরজেডি সাংসদরা।

vxccv1.jpg

আরজেডি সাংসদ মিসা ভারতী বলেন, “আমরা প্রতিবাদ করছি যে বিহারে যখন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন সরকার উপমুখ্যমন্ত্রী ছিল তখন আমাদের দীর্ঘদিনের দাবি ছিল জাতি-জনগণনা করা।

দীর্ঘদিন পর বিহারে এটা করা হয়েছে আমরা দলিত, আদিবাসী এবং ওবিসিদের সংরক্ষণ চাই, যা আমরা ৬৫ শতাংশে উন্নীত করেছি তা রক্ষা করা উচিত।” 

Adddd