নিজস্ব সংবাদদাতা: আরজেডি সাংসদ ডাঃ মিসা ভারতী বিজেপি সরকারকে করলেন আক্রমণ।
তিনি বলেন, 'আমরা এমএসপি বাস্তবায়নের কথা বলছি এবং তিনি (প্রধানমন্ত্রী মোদী) এতে তুষ্টি দেখেন...তিনি যখনই এখানে (বিহার) আসেন তখনই তিনি আমাদের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন...যদি এই দেশের মানুষ ইন্ডিয়া জোটকে সুযোগ দেয় (সরকার গঠন করতে), তাহলে বড় পিএম মোদি থেকে শুরু করে বিজেপি নেতারা কারাগারে থাকবেন'।