যমুনা নদীর জল পরিষ্কার করতে পারবে না বিজেপি! জানিয়ে দিলেন সাংসদ

আরজেডি সাংসদ জানালেন, কেবল যমুনা নদীর তীর পরিদর্শন করলে পরিষ্কার হয় না।

author-image
Tamalika Chakraborty
New Update
manoj jha


নিজস্ব সংবাদদাতা: মঙ্গবার দিল্লির মন্ত্রীদের প্রথম মন্ত্রিসভার বৈঠক সম্পর্কে আরজেডি সাংসদ মনোজ ঝা বলেছেন, "কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রথম মন্ত্রিসভার বৈঠক থেকেই ২৫০০ টাকা (মহিলাদের অ্যাকাউন্টে) জমা হবে। সরকার বাকবিতণ্ডার মাধ্যমে কাজ করতে পারে না। যমুনা নদী কেবল তীর পরিদর্শন করে পরিষ্কার করা যায় না।"