জেডিইউ নেতাদের চ্যালেঞ্জ! সোজা বড় খেলায় নামলেন লালুপুত্র তেজস্বী

তেজস্বী যাদবের নিশানায় জেডিইউ।

author-image
Anusmita Bhattacharya
New Update
tejashwiyadavq1.jpg

নিজস্ব সংবাদদাতা: জেডি(ইউ) সাংসদ সঞ্জয় কুমার ঝা-র বক্তব্য প্রসঙ্গে বিহার বিধানসভার বিরোধীদলীয় নেতা এবং আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ খুললেন। 

tejaswiiyadav.jpg

তিনি বলেছেন, "আমরা যখন ১৭ মাস ক্ষমতায় ছিলাম, তখনই সংরক্ষণের সীমা বাড়ানো হয়েছিল?... তাদের (এনডিএ) আমলে কেন তা হয়নি? তারা নাটক করছে। কেন এটি (সংরক্ষণ) নবম তফসিলে অন্তর্ভুক্ত করা হচ্ছে না? আজকে যারা বিবৃতি দিচ্ছেন তারাই আমার সাথে বসে রিজার্ভেশন ঘোষণা করছিল। 
সেই সময়ে (আরজেডি-জেডিইউ আমলে) ৫ লাখ চাকরি দেওয়া হয়েছিল... সেই সময়েই স্পোর্টস পলিসি, এবং এডুকেশন পলিসি তৈরি হয়েছিল"। 

1010793-nitish-kumar-tejashwi-yadav

এরপরেই তার দাবি, "এই লোকেরা (এনডিএ) নেতিবাচক। ইতিবাচক কিছু বললে তারা আঘাত পেতে বাধ্য। তবে তারা যদি ক্ষমতায় থাকে তাহলে দায়িত্ব তাদেরই...বিহারের বিশেষ রাজ্যের মর্যাদা বাদ দিন... বিহারকে বিশেষ রাজ্যের মর্যাদা না দেওয়ায় জেডিইউ-এর লোকেরা হাততালি দিয়েছিল। কেন দেওয়া হবে না?...আমরা জেডিইউ নেতাদের চ্যালেঞ্জ জানাই যে তারা এটি (সংরক্ষণ) নবম তফসিলে রাখার পক্ষে কি না।"

 Tejaswi Yadav.jpg