বেকারত্ব থেকে 'স্বাধীনতা', মহিলাদের ১ লক্ষ টাকা! ইস্তেহার নিয়ে বড় বার্তা নেতার

খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। সেই নিয়ে দেশ জুড়ে উত্তেজনা এখন তুঙ্গে। এই বিষয় নিয়ে বিশেষ মন্তব্য করেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব।

author-image
Probha Rani Das
New Update
tejaswiiyadav.jpg

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ ২০২৪ লোকসভা নির্বাচন শুরু হত বাকি আর মাত্র কয়েকদিন। সেই নিয়ে দেশ জুড়ে প্রস্তুতি চলছে জোরকদমে।

tejaswiiyadav1.jpg

বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব দলের ইস্তেহার প্রকাশ করেছেন। পাটনায় দলের ইস্তেহার প্রকাশের পর তিনি বলেছেন, “আমাদের একমাত্র লক্ষ্য বিহারের উন্নয়ন। দেশের সবচেয়ে বড় সমস্যা বেকারত্ব। আমরা জনগণের কথা বলি এবং তাদের জন্য কাজ করি। ১৫ আগস্ট থেকে যুবকরা বেকারত্ব থেকে 'স্বাধীনতা' পাবে। আমাদের সরকার ক্ষমতায় এলে রাখীবন্ধন থেকে গরিব বোনেদের বছরে ১ লক্ষ টাকা করে দেব।”

Add 1