নিজস্ব সংবাদদাতাঃ আরজেডি নেতা তেজস্বী যাদব বলেছেন, " বিজেপি চায় একজন আবর্জনা সংগ্রহকারীর ছেলে এবং তার পরবর্তী প্রজন্ম তার সারাজীবন ড্রেন পরিষ্কার করুক। যারা ভিক্ষুক তাদের সারাজীবন ভিক্ষুক হিসেবে রাখা উচিত। এই মানসিকতা বিজেপির। সব বড় বড় সমাজতান্ত্রিক নেতারা নানা সময়ে জাত নিয়ে কথা বলেছেন। যারা আমাদের নেতা ছিলেন, তারা সবাই সংরক্ষণের কথা বলেছেন এবং সমাজের নীচের অংশের কথা বলেছেন, তা সে দলিত হোক বা উপজাতি। আজও দেখবেন সমাজে বৈষম্য হয়। আজ যখন আমরা জাতশুমারির কথা বলি, মানুষ বলে আমরা নাকি সমাজকে বিভক্ত করার চেষ্টা করছি, আজ আমাদের খুঁজে বের করতে হবে বিভিন্ন দেশের মানুষের অবস্থা কী। জাতি, দারিদ্র্যতা আমাদের শত্রু এবং তা দূর করার জন্য আমাদের কাজ করা উচিত। "