বিজেপিতে যোগ দিলেই নেতাদের দুর্নীতির তদন্ত হয় না! বিস্ফোরক আরজেডি নেতা

আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে বিজেপির অবস্থান বিতর্কযোগ্য। বিরোধীদের শুধু ফাঁসানো হচ্ছে। কিন্তু কোনও নেতা বিজেপিতে যোগ দিলে তাঁর বিরুদ্ধে তদন্ত হয় না।

author-image
Tamalika Chakraborty
New Update
rjd leader edit.jpg

নিজস্ব সংবাদদাতা:  আরজেডি মুখপাত্র মৃত্যুঞ্জয় তিওয়ারি বলেছেন,  “ভারতের জনগণ দুর্নীতির ক্ষেত্রে বিজেপির পরস্পর বিরোধী অবস্থান মেনে নেবে না। এমন অনেক উদাহরণ রয়েছে যেখানে শুধুমাত্র বিরোধী নেতাদের দুর্নীতির দায়ে ফাঁসানো হয়েছে। যারা বিজেপির সঙ্গে হাত মেলায়, তাদের দুর্নীতি ভুলে যায়। দুর্নীতি নিয়ে কথা বলার আগে, প্রধানমন্ত্রী মোদির উচিত তার দলের মধ্যে দেখা।”