নিজস্ব সংবাদদাতাঃ খুব শীঘ্রই শুরু হতে চলেছে লোকসভা নির্বাচন। এই নিয়ে বিহার পাটনায় আরজেডি নেতা মনোজ ঝা বলেছেন, “১৫ বছর আগে লালুপ্রসাদ যাদব না থাকলে নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হতেন না। ক্ষমতার ব্যাকরণে সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে পরিবর্তন। ৪০০ পার এমন এক জুমলা, যার বাস্তবতা গোটা দেশ দেখবে ৪ জুন।”
/anm-bengali/media/media_files/gFtm6JgyiCJgFcvxxWfa.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)