নিজস্ব সংবাদদাতাঃ মোদীকে নিয়ে আরজেডি সাংসদ মিসা ভারতীর মন্তব্য প্রসঙ্গে বিজেপি নেতা শেহজাদ পুনাওয়ালা বলেন, " এটাই মানসিকতার আসল প্রতিফলন। প্রথমত, তিনি নিশ্চিত নন যে লোকেরা তাদের সুযোগ দেবে কিনা ... কাকে হুমকি দিচ্ছেন তিনি? তিনি কি সেই বিচারপতিদের হুমকি দিচ্ছেন, যারা ২০১৩ সালে তাঁর বাবাকে অর্থাৎ লালুপ্রসাদ যাদব দোষী সাব্যস্ত করেছিলেন, যখন বিজেপি সরকারও সেখানে ছিল না ?... এঁরা মনে করেন, তাঁরা দেশের আইন ও সংবিধানের ঊর্ধ্বে। ''
/anm-bengali/media/post_attachments/e7aad65703632854b5710c32897a3486e56565334b2eea2d7524ee8c2bda1951.jpg)
/anm-bengali/media/post_attachments/9e698e7009d27c1d79fee23c2c7fb24ede4cdfbdf72120385c1346b990964814.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)