নিজস্ব সংবাদদাতা: আরজেডি নেতা তেজস্বী যাদবের বিবৃতি প্রসঙ্গে বিহারের উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা বলেছেন, "এরা সেই একই আরজেডি লোক যারা অরাজকতা ছড়িয়ে বিহারের শিশুদের দেশান্তর করতে বাধ্য করেছিল। তারা পুরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে এবং জমি রেজিস্ট্রি করেছে। নিয়োগের নামে কাগজপত্র ফাঁসের পেছনে বড় হাত রয়েছে আরজেডির লোকদের। তারা শিশুদের ভবিষ্যৎ নিয়ে খেলা করছে, তাদের প্রতিভাকে দমন করছে এবং অরাজকতা ছড়াচ্ছে। যুবকদের মধ্যে হিস্টিরিয়া তৈরি করে বিহার।"