নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা

আজ রবিবার যখন নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে, ঠিক তখন অন্যদিকে আরজেডির এক টুইটকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠে গেল।

author-image
SWETA MITRA
New Update
coffin.jpg

নিজস্ব সংবাদদাতাঃ এবার নতুন সংসদ ভবনকে (New Parliament House)  কফিনের সঙ্গে তুলনা করা হল। আর এই তুলনা করেছে রাষ্ট্রীয় জনতা দল। আজ রবিবার যখন নতুন সংসদ ভবনের উদ্বোধনকে ঘিরে সকলের মধ্যে উত্তেজনা চরমে রয়েছে, ঠিক তখন অন্যদিকে আরজেডির এক টুইটকে ঘিরে দেশজুড়ে বিতর্কের ঝড় উঠে গেল। আরজেডি এই নতুন সংসদ ভবনকে কফিনের সঙ্গে তুলনা করেছে। টুইটের মাধ্যমে তুলনা করেছে এই দল।