নিজস্ব সংবাদদাতা: দিল্লির রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন সাফদরজং হাসপাতালের যুগ্ম সম্পাদক, ডাঃ নিতিন পানওয়ার এদিন বলেন, “আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সাম্প্রতিক ঘটনাটি এই মুহুর্তে প্রতিবাদের কারণ হয়ে উঠেছে। কেননা আমরা এই বিষয়ে তদন্তের কোনও স্বচ্ছ প্রমাণ পাইনি। তাছাড়া সরকার ও প্রশাসন একে একে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। আজ আমরা স্বাস্থ্য সচিবের সঙ্গে বৈঠক করেছি, আমাদের দাবিগুলো তুলে ধরেছি। আমরা প্রথমে সব আরডিএ-র সঙ্গে আলোচনা করব তারপর সিদ্ধান্ত নেব”।
#WATCH | Delhi: Joint Secretary of Resident Doctor's Association Safdarjung Hospital, Dr Nitin Panwar says, "The recent incident of RG Kar Medical College & Hospital is the reason for this protest...We haven't got any transparent proof of investigation in the matter. Moreover,… https://t.co/y6hrySeZmupic.twitter.com/2Hk3XC7ccO