নিজস্ব সংবাদদাতা:নিউ দিল্লি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার এসএইচও মন্দির মার্গ থানায় একটি এফআইআর দায়ের করার এবং বিজেপি প্রার্থী পারভেশ সাহেব সিং ভার্মার বিরুদ্ধে অভিযোগের অবিলম্বে তদন্ত শুরু করার অনুরোধ জানিয়ে চিঠি লিখেছেন।
অভিযোগে লেখা আছে - "পারভেশ সাহেব সিং ভার্মা, সম্ভাব্য বিজেপি প্রার্থী, মন্দির মার্গ, থানার কাছে বাল্মিকি মন্দিরের ধর্মীয় ক্যাম্পাসে নয়াদিল্লি বিধানসভা কেন্দ্রের ভোটারদের জুতা বিতরণ করছেন।"