নিজস্ব সংবাদদাতা: কখনও বেড়েছে চালের দাম, কখনও বেড়েছে ডালের দাম, কখনও আবার নাভিশ্বাস উঠেছে ডিমের দামে। এর সাথে সাথে তালে তাল মিলিয়েছে সবজি, মশলাপাতির দাম। বাজারের যেকোনো সামগ্রীর ওপরই হাত রাখলে ছ্যাঁকা খেতে হচ্ছে আমজনতাকে। আর এবার এই মূল্যবৃদ্ধিই মোদি সরকারের কপালেও চিন্তার ভাঁজ ফেলল।
কেননা এই মূল্যবৃদ্ধি সরাসরি প্রভাব ফেলল খুচরো বাজারের মুদ্রাস্ফীতির হারে। নভেম্বরে দেশের খুচরো মূল্যবৃদ্ধির সূচক পৌঁছেছিল ৫.৫৫ শতাংশে। আর এবার সেই সূচকেও ছাপিয়ী গেল পরিসংখ্যান।
NSO-র দেওয়া তথ্য বলছে, গত ৪ মাসে খুচরো মুদ্রাস্ফীতির হার হয়েছে সর্বোচ্চ ৫.৬৯ শতাংশ। ভোগ্যপণ্য সূচক বেড়েছে সবজি ডাল ও মশলার দামবৃদ্ধির কারণে, বলছে সরকারি তথ্য।
লোকসভা ভোটের আগে এই মুদ্রাস্ফীতি নিঃসন্দেহে চাপে রাখবে সরকারকে। সামনেই লোকসভা ভোট। তার আগে গলার কাঁটার মত বিঁধতে পারে এই ইনফ্লেশন রেট। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে এই মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণের মধ্যে আনতে চাইবে সরকার।