পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক থানায় ওসি ও সাব-ইন্সপেক্টরদের রদবদল

পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক থানায় ওসি ও সাব-ইন্সপেক্টরদের রদবদল করা হয়েছে।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
breakinganm12

 

 

নিজস্ব প্রতিনিধি: পূর্ব মেদিনীপুর জেলায় একাধিক থানায় ওসি ও সাব-ইন্সপেক্টরদের রদবদল করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নন্দকুমার থানার ওসি উজ্জ্বল নষ্করকে ওসি পদে মারিশদা থানায় স্থানান্তরিত করা হয়েছে। আর তার জায়গায় নন্দকুমার থানার ওসি হয়ে রামনগর থেকে আসছেন অমিত দেব। অপরদিকে রামনগর থানার ওসি পদে বদলি হচ্ছেন মারিশদা থানার ওসি বুদ্ধদেব মাল। এদিকে দুর্গাচক থানার ওসি অর্কদীপ হালদারকে বদলি করা হয়েছে মান্দারমনি কোস্টাল থানায়। সেখানে ওসির দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। আর মান্দারমনির ওসি অরিজিৎ চট্টোপাধ্যায়কে সরানো হয়েছে পাঁশকুড়া থানায়। এদিকে নয়াচর কোস্টাল থানার ওসির দায়িত্বে থাকা প্রতিমা সাহু বাইনকে দুর্গাচক থানার ওসি পদে বহাল করা হয়েছে। তমলুক থানার সাব ইনস্পেক্টর স্বরূপ ঘোষকে নয়াচর থানার ওসি হিসেবে পদোন্নতি করা হয়েছে। এভাবেই জেলা জুড়ে মোট ২৮ জন এসআই এবং এএসআইয়ের বদলির নির্দেশ দেওয়া হয়েছে। যদিও এই বদলি রুটিন বদলি বলেই জানা গিয়েছে।

r

c

r