একের পর আইপিএস অফিসারদের রদবদল?

দেশে বহু আইপিএস অফিসারের রদবদল ঘটতে পারে বলে মনে করা হচ্ছে।

author-image
SWETA MITRA
New Update
ips 1.jpg


নিজস্ব প্রতিনিধিঃ রেশমি শুক্লাকে মহারাষ্ট্রের ডিরেক্টর অফ জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। এদিকে এই নিয়োগের ফলে দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় পুলিশ সংস্থা ‘মাথাহীন’ হয়ে পড়েছে।

hiring 2.jpeg

 সম্প্রতি স্পেশাল প্রোটেকশন গ্রুপের (SPG) মহাপরিচালক অরুণ সিনহার মৃত্যু হয় এবং সীমা সুরক্ষা বাহিনীর (SSB) প্রধান রেশমি শুক্লাকে মহারাষ্ট্রের ডিজিপি হিসেবে নিযুক্ত করা হয়েছে।

pv 1.jpg

 এদিকে শোনা যাচ্ছে, ১৯৮৯ ব্যাচের আইপিএস অফিসার পিভি রামাশাস্ত্রী বর্তমানে বিএসএফের বিশেষ ডিজি হিসাবে এসএসবি বা এসপিজি-র প্রধানের দায়িত্ব নেওয়ার অপেক্ষায় রয়েছেন।

ips 2.jpg

১৯৮৯ ব্যাচের আরেক আইপিএস অফিসার নীনা সিং বর্তমানে সিআইএসএফ-এর বিশেষ ডিজি পদে নিযুক্ত রয়েছেন, তিনি রেশমি শুক্লার জায়গায় এসএসবির প্রধানের দায়িত্ব নিতে পারেন বলে কানাঘুষো শোনা যাচ্ছে।

ips 3.jpg

 এএনএম নিউজ আরও জানতে পেরেছে যে ১৯৯০ ব্যাচের আইপিএস অফিসার ওয়াইবি খুরানিয়া সিআইএসএফ-এর বর্তমান পদাধিকারীর অবসর গ্রহণের পরে বা তাঁর মূল ক্যাডার ওড়িশায় বাহিনীর প্রধান হিসাবে ফিরে আসবেন বলে ব্যাপকভাবে ধারণা করা হচ্ছে।

hiring1.jpg