নিজস্ব সংবাদদাতা : এবার কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) সাহায্যে লোকসভার সমস্ত বিতর্কের একটি তথ্যভাণ্ডার তৈরি করা হবে, যা গবেষকদের যেকোনও ভাষায়, লোকসভার যাবতীয় বিতর্কের অনুবাদ পেতে সহায়তা করবে। আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, "আজ ইন্ডিয়া এআই মিশন এবং লোকসভার মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ‘AI কোষ’ নামে একটি বিশেষ ডাটাসেট তৈরি করা হচ্ছে।"
/anm-bengali/media/media_files/vhcXQh2CJKqpmYaU0NBf.jpg)
এছাড়াও তিনি বলেন, "এই পদক্ষেপ ভারতের ভাষাগত বৈচিত্র্যকে আরও সুগম করবে এবং জনগণকে সংসদীয় আলোচনার সঙ্গে যুক্ত হতে আরও সহায়তা করবে।"