TELANGANA: মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন পর্যটকরা! দেখুন ভিডিও

প্রবল বৃষ্টির জেরে মুতায়ালা ধারা জলপ্রপাতে আটকে পড়ে পর্যটকরা।

author-image
Aniruddha Chakraborty
New Update
জম

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ উত্তরের পর এবার দক্ষিণের পালা। ভারী বৃষ্টিতে বানভাসী তেলঙ্গানা, অন্ধ্র প্রদেশ, কর্নাটক সহ দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে। তামিলনাড়ু, কেরল ও কর্নাটকে লাল সতর্কতা জারি করেছে মৌসম ভবন। একাধিক রাজ্যে ভারী বৃষ্টি ও জমা জলের কারণে একাধিক দুর্ঘটনা-বিপত্তি ঘটছে, প্রাণহানিও হচ্ছে। ভারী বৃষ্টিতে কর্নাটকের পরে এবার তেলঙ্গানাতেও ঘটল বিপত্তি। তেলেঙ্গনায় প্রবল বৃষ্টির জেরে সমস্যায় পর্যটকরা। মুতায়ালা ধারা ঝর্ণার কাছে আটকে পড়ে পর্যটকরা। ঘটনাটি ঘটেছে ভেঙ্কাটাপুরমের বীরভদ্রম গ্রামের কাছে। ঘটনার পর উদ্ধার কাজের আছে এনডিআরএফ। তবে এখন উদ্ধার কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে। পর্যটকরা নিরাপদে আছেন। 

মুলুগু এসপি জানিয়েছেন, "উদ্ধার কাজ শেষ হয়েছে। মুতায়ালা ধারা জলপ্রপাত থেকে মোট ৮০ জন আটকে পড়া পর্যটককে উদ্ধার করা হয়েছে। পর্যটকদের খাবার, জল ও চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। একজন বালক সামান্য আহত হয়েছে এবং তার চিকিৎসা চলছে। ৯০ শতাংশ পর্যটকের স্বাস্থ্য ভালো রয়েছে।"