নিজস্ব সংবাদদাতাঃ উত্তরকাশীর (Uttarkashi) সিল্কিয়ারা টানেলে আটকে পড়েছেন বহু শ্রমিক। এক একটা মিনিট কাটছে সেইসঙ্গে চরম উৎকণ্ঠাও বাড়ছে সকলের মধ্যে। উত্তরকাশীতে রীতিমতো যুদ্ধ তৎপরতায় উদ্ধার অভিযান চলছে। উদ্ধারকারী দলগুলি ১০ দিন ধরে ৪১ জন শ্রমিককে সরিয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করছে। জানা যাচ্ছে, আগামী ৪০ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। উদ্ধারকারী সংস্থার অনুমান, ৩০ থেকে ৪০ ঘণ্টার মধ্যে সব শ্রমিককে নিরাপদে টানেল থেকে বের করে আনা হবে। এর আগে মঙ্গলবার সুড়ঙ্গ থেকে সুখবর আসে, টানেলের মধ্যে আটকা পড়া শ্রমিকদের পরিবারের সদস্যরা ক্যামেরার মাধ্যমে প্রিয়জনের মুখ দেখে তাদের সঙ্গে কথা বলেন। শেষ পাওয়া খবর অনুযায়ী, সিল্কিয়ারা সুড়ঙ্গে আটকা পড়া শ্রমিকদের সরিয়ে নিতে অগার মেশিনটি এখন পর্যন্ত ৩২ মিটার পর্যন্ত খনন করেছে। এটিতে ৮০০ মিমি ব্যাসের পাইপ রয়েছে। মোট ৬০ মিটার পর্যন্ত খনন করে পাইপ স্থাপন করতে হবে। উদ্ধারকারী দল ৪০টি অ্যাম্বুলেন্স ডেকেছে। জরুরি পরিষেবা ১০৮-কে সতর্ক অবস্থায় রাখা হয়েছে। আগামীকালের মধ্যে অপারেশন শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে।