নিজস্ব সংবাদদাতা : খেলতে খেলতে আড়াই বছরের শিশু কন্যা পড়ে গিয়েছিল বোরওয়েলে। ঘটনার ৪৮ ঘন্টা হতে চললো এখনও জারি রয়েছে উদ্ধারকার্য। এক রত্তিকে উদ্ধার করতে এবার আসরে নামলো রোবট।
প্রসঙ্গত, ৬ জুন মধ্যপ্রদেশের মুঙ্গাওলি গ্রামে আড়াই বছরের সৃষ্টি কুশওয়াহা ৩০০ ফুট গভীর বোরওয়েলে ২৫-৩০ ফুট গভীরতায় আটকে পড়েছে বলে জানা যায়। তারপর থেকেই জারি উদ্ধারকার্য। একটি সমান্তরাল গর্ত খুঁড়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা হলেও এখনও পর্যন্ত উদ্ধার করা যায়নি তাকে। তাকে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে এবং ক্যামেরার মাধ্যমে তার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। বৃহস্পতিবার সকালে বিশেষজ্ঞদের একটি দল রোবট নিয়ে ঘটনাস্থলে পৌঁছেছে। রোবটের সাহায্যে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।