ব্রিজের পিলারে আটকে ছিলো শিশু , উদ্ধার করে পাঠানো হলো হাসপাতালে

ব্রিজের পিলারের মাঝখানে ১২ বছরের এক শিশু আটকা পড়ে যায় বিহারের রোহতাসে, উদ্ধার করে হাসপাতাল পাঠানো হলো তাকে।

author-image
Pritam Santra
New Update
3435

ফাইল ছবি

 নিজস্ব সংবাদদাতা: ওভারব্রিজের পিলারের মাঝখানে ১২ বছরের এক শিশু আটকা পড়ে যায়। ঘটনা টি ঘটেছে বিহারের রোহতাস জেলার নাসরিগঞ্জ ব্লকের আটমি গ্রামে অবস্থিত নাসরিগঞ্জ দাউদনগর সন ব্রিজের নিচে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ওভারব্রিজের পিলারে আটকে থাকা ওই শিশু  খিরিয়াবন পঞ্চায়েতের খিরিয়াভ গ্রামের বাসিন্দা  শত্রুঘ্ন প্রসাদ ওরফে ভোলার ১২ বছরের ছেলে রঞ্জন কুমার। শত্রুঘ্ন প্রসাদ জানান, তাঁর ছেলে মানসিকভাবে বিপর্যস্ত, গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন ও তাকে খুঁজছিলেন বাড়ির লোকেরা। বুধবার বিকেলে সেতু থেকে এক মহিলা কান্নার শব্দ শুনতে পান। শিশুটিকে সেতুর পিলারে আটকে থাকতে দেখেন উনি । এর পর স্থানীয় লোকজনকে বিষয়টি জানানো হয় ও সেখান থেকে তার পরিবারের লোকজন জানতে পারে। এনডিআরএফ দল তাকে উদ্ধারের জন্য অবিরাম উদ্ধার কাজ করে । 35 জন NDRF কর্মী এই অভিযানে নিয়োজিত ছিল । ঘটনাস্থলে ব্যাপক ভিড় জমেছিল। শিশুটি উদ্ধারের পর উত্তর ও দিচ্ছিলো। তাকে অক্সিজেন দেওয়া হয়েছে। এর পাশাপাশি বিস্কুটও খেয়েছে শিশুটি। শিশুটিকে সাসারাম সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল নয়।