আদিবাসী যাত্রাকে জাতীয় উৎসবের মর্যাদার অনুরোধ! কী বললেন নেত্রী

বিআরএস নেত্রী কবিতা কালভ কুন্তলা বলেছেন, তেলেঙ্গানায় সব থেকে বড় আদিবাসী যাত্রাকে জাতীয় উৎসবের মর্যাদা দেওয়ার জন্য মোদী সরকারকে অনুরোধ করছি। আদিবাসীদের এই উৎসবকে দক্ষিণ ভারতের কুম্ভও বলা হয়ে থাকে।

author-image
Tamalika Chakraborty
New Update
kabita rao telangana.jpg

নিজস্ব সংবাদদাতা:  বিআরএস নেতা কবিতা কালভ কুন্তলা বলেছেন, "আমরা তেলেঙ্গানায় সবচেয়ে বড় আদিবাসী যাত্রাকে জাতীয় উৎসবের মর্যাদা দেওয়ার কথা বিবেচনা করার জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করছি। এটিকে দক্ষিণ ভারতের কুম্ভ মেলাও বলা হয়। লক্ষ লক্ষ লোক দুই বছরে একবার জড়ো হন।  ফেব্রুয়ারি মাসে তেলেঙ্গনায় এই উৎসব হতে চলেছে। আমি বিজেপি বিষয়টি বিবেচনা করার অনুরোধ করব।"