আগামীকাল সকাল ৭টা-১১.৩০টা! জারি হল বিশেষ নির্দেশ

আগামীকাল সকাল ৭টা-১১.৩০টা পর্যন্ত জারি করা হল বিশেষ নির্দেশ। মানতে হবে নাগরিকদের।

author-image
Anusmita Bhattacharya
New Update
dew

নিজস্ব সংবাদদাতা: প্রজাতন্ত্র দিবস ২০২৪ সালের প্রস্তুতি শুরু হচ্ছে দিল্লিতে। আগামীকাল সাড়ে চার ঘন্টার জন্য বেশ কিছু রাস্তা সাধারণ নাগরিকদের এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে দিল্লি ট্রাফিক পুলিশ। এই রাস্তাগুলি হল বিজয় চক, রফি মার্গ-কর্তব্যপথ ক্রসিং, জনপথ-কর্তব্যপথ ক্রসিং এবং মানসিং রোড-কর্তব্যপথ ক্রসিং। সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত এই রাস্তাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

hiring.jpg