২৬ জানুয়ারি সকাল ১০টা থেকে দিল্লির রাজপথে শুরু হয় প্রজাতন্ত্র দিবসের প্যারেড। সাড়ে ৯টার মধ্যে আসন সংগ্রহ করতে হয় দর্শকদের। তার আগে কীভাবে টিকিট কাটবেন?

অনলাইন পেমেন্ট করুন

১) গুগল সার্চ করে প্রতিরক্ষা মন্ত্রকের অনলাইন পোর্টাল ‘আমন্ত্রণ’-এ লগ ইন করুন। ২) পোর্টালের চাহিদা মতো একটি মোবাইল নম্বর দিন। ৩) এছাড়াও নাম, জন্ম তারিখ, ঠিকানা এবং ক্যাপচা কোড দিয়ে রেজিস্টার করুন। ৪) ‘লিস্ট অফ ইভেন্ট’ থেকে সিলেক্ট করুন ‘রিপাবলিক ডে প্যারেড’। সিলেক্ট করুন ‘আইডি টাইপ’। আপলোড করুন আধার কার্ড, প্যান কার্ড, পাশপোর্টের মতো একটি পরিচয়পত্র। ৫) অনলাইন পেমেন্ট করুন। ৬) ডাউনলোড করুন প্রজাতন্ত্র দিবসে প্যারেড দেখার টিকিট।