নিজস্ব সংবাদদাতা: চেন্নাইয়ের সোমবার রাতে আন্না ইউনিভার্সিটি ক্যাম্পাসে দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগ করা হয়েছে। ছাত্রীর অভিযোগে বলা হয়েছে, রাত ৮টার দিকে তার বন্ধুর সঙ্গে কথা বলার সময় এক অজ্ঞাত ব্যক্তি তাকে যৌন হেনস্তা করে। অন্যদিকে, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) তামিলনাড়ুর আন্না বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রীর যৌন হয়রানির নিন্দা করেছে, অভিযুক্ত ডি জ্ঞানসেকরনের বিরুদ্ধে অবিলম্বে এবং কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করেছে।
তামিলনাড়ুর গভর্নর আর এন রবি শনিবার আন্না বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেন ও নির্যাতিতার সঙ্গে কথা বলেন। রাজ্যপাল এদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কর্মী ও পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তাঁদের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। তামিলনাড়ুর রাজভবনের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "রাজ্যপাল-চ্যান্সেলর নিরাপত্তা ব্যবস্থাগুলি অধ্যয়ন করতে এবং বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তার নিশ্চিত করার জন্য আন্না বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছিলেন ও পড়ুয়াদের সঙ্গে আলোচনা করেন৷ নিরাপত্তার উন্নতি নিয়ে আলোচনা করতে তিনি রেজিস্ট্রার এবং সিনিয়র ফ্যাকাল্টির সাথে দেখা করেছিলেন৷ " রবিবার রাতে চেন্নাইয়ে যান জাতীয় মহিলা কমিশনের সদস্যরা। তাঁরা নির্যাতিতার সঙ্গে কথা বলবেন ও বিষয়টি নিয়ে তদন্ত করবেন বলে জানা গিয়েছে।