International Yoga Day: রাজভবনে যোগাভ্যাস করলেন জি২০ সামিটের প্রতিনিধিরা

গোয়ার রাজভবনে যোগ দিবস পালন। যোগাভ্যাস করলেন বিভিন্ন দেশ থেকে আসা জি২০ সামিটের প্রতিনিধিরা। তাঁদের সঙ্গে যোগাসন করলেন রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাই, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি এবং পর্যটন মন্ত্রী অজয় ভাট।

author-image
Ritika Das
New Update
goa.jpg

ফাইল চিত্র 

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব যোগ দিবস উপলক্ষে ভারতের নানান প্রান্তে যোগাসন করে এই দিনটি পালন করছে সাধারণ মানুষ। এদিন সকালে গোয়ার রাজভবনে দেখা গেল যোগাসনের আসর। নেতা মন্ত্রীদের সঙ্গে এদিন যোগাভ্যাস করলেন জি-২০ সামিটের প্রতিনিধিরা। এই আসরে উপস্থিত ছিলেন রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাই, কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী জি কিষাণ রেড্ডি, পর্যটন ও প্রতিরক্ষা মন্ত্রী অজয় ভাট। জি-২০ সামিটের প্রতিনিধিদের সঙ্গে এদিন যোগব্যায়াম করলেন তাঁরা। 

গোয়ার রাজ্যপাল পিএস শ্রীধরণ পিল্লাই জানান, ভারত এই ক্ষেত্রে উন্নতি করেছে এবং ১৮০টি'রও বেশি দেশের সঙ্গে ভারতও এই বিশেষ দিনটি পালন করছে। এই মুহূর্তে মার্কিন মুলুকে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি সেই দেশে থেকেই এই বিশেষ দিনটি পালন করেছেন বলে জানান শ্রীধরণ পিল্লাই। 

এবার জি-২০ সামিটের প্রতিনিধিত্ব করছে ভারত। যে কারণে বিদেশ থেকে জি-২০ সামিটের প্রতিনিধিরা ভারতে এসেছেন। তাঁরা ভারতে থেকেই বিশ্ব যোগ দিবস পালন করলেন।